এম এম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন

নাসির উদ্দীন ছাড়াও আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট
২১ নভেম্বর, ২০২৪ এ ২১:৪৭
এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত


অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। নাসির উদ্দীন ছাড়াও আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। 
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ।
এ এম এম নাসির উদ্দীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন। তিনি বিসিএস ১৯৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

-পার্বত্য সময়


সংবাদটি শেয়ার করুন

মন্তব্য


আপনাকে মন্তব্য করতে হলে লগইন করতে হবে

জাতীয় কাটাগরির আরও খবর পড়ুন

ad