বৃহস্পতিবার
৪ সেপ্টেম্বর, ২০২৫
logo


      footer
      স্বত্ব © 2025 পার্বত্য সময়

      ফ্রি ইন্টারনেট না দেওয়ায় থানায় ডেকে যুবককে পেটাল এসআই

      দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানিয়েছেন, “বিষয়টি পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

      স্থানীয় প্রতিনিধি
      ২০ আগস্ট, ২০২৫ এ ১৮:২৯
      ফ্রি ইন্টারনেট না দেওয়ায় থানায় ডেকে যুবককে পেটাল এসআই

      অভিযুক্ত এসআই নাজমুল হাসান। ছবি: টিডিসি


      খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে।

      খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ি। ছবি : এনটিভি


      ভুক্তভোগী ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
      ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ তাঁকে ফ্রি ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য চাপ দেন এবং অস্বীকৃতি জানালে লাইন খুলে দেওয়ার হুমকি দেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানালে মঙ্গলবার বিকেলে তাঁকে ফাঁড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে মোটরসাইকেল চুরির মিথ্যা অভিযোগ আনা হয় এবং এসআই নাজমুল হাসান তাকে মারধর করেন। এতে তার দুই হাত গুরুতর জখম হয়।
      অভিযুক্ত এসআই নাজমুল হাসান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তবে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তা তার কাছে দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, “বিষয়টি পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”
      ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

      -পার্বত্য সময়


      সংবাদটি শেয়ার করুন

      মন্তব্য


      আপনাকে মন্তব্য করতে হলে লগইন করতে হবে

      পার্বত্য চট্টগ্রাম কাটাগরির আরও খবর পড়ুন

      ad