ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসীত) এর বিপক্ষে কাজ করায় রাঙ্গামাটিতে অংথোয়াইচিং মারমা (৩৫) নামক এক যুবককে গুলি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
শনিবার (১৯ অক্টোবর) রাঙ্গামাটির কাউখালী বড়ুইছড়ি মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অংথোয়াইচিং মারমা উপজেলার কলমপতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বড়ডুলু এলাকার বাসিন্দা মুইলাঅং মারমার ছেলে।
স্থানীয় সূত্র বলছে, অংথোয়াইচিং মারমা গত উপজেলা নির্বাচনে ইউপিডিএফ (প্রসীত) এর প্রার্থীর বিপক্ষে কাজ করে। এ ঘটনায় ওই সংগঠনের কর্মীদের সাথে মতবিরোধ হয় এবং সময়ের সাথে বাড়তে থাকে। এরই জেরে তাকে শনিবার বড়ুইছড়ি মুখ এলাকায় ডেকে নিয়ে গুলি করা হয়েছে।
তবে রহস্যজনকভাবে পরিবারের দাবি, ওই ব্যক্তি শুকর শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।
- -পার্বত্য সময়