আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রতিবারের ন্যায় এবারও ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ২০২৪ বিদেশি মেহমান ও বাংলাদেশের ৬৪ জেলার মানুষদের নিয়ে একসাথে দুইটি মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথমটি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান এবং দ্বিতীয়টি উত্তরা ১৫ নং সেক্টর দিয়াবাড়ি মাঠ; এই দুই স্থানে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে গত নভেম্বর মাসের বুধবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২০২৪ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করছেন। তাই নিশ্চিত অর্থে বলা যায় আগামী ২,৩,৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো জানান যে, এবারের বিশ্ব ইজতেমা দুই ভাগে বা পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
১ম পর্বে অর্থাৎ ২,৩,৪ ফেব্রুয়ারি তারিখে আলমি শূরার মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা ইজতেমায় অংশ নিবে এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি অর্থাৎ দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নিবেন।
-পার্বত্য সময়